১০ জুন, ২০২৩

গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৩: প্রশ্ন ও উত্তর

গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৩: প্রশ্ন ও উত্তর

১.রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
উত্তর: 'আমার জীবননীতি আমার রাজনীতি
২. সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
উত্তর: বাংলাদেশ (রানার্সআপ দল নেপাল) ।
৩. সম্প্রতি তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত?
উত্তর: ৭.৮।
৪. সম্প্রতি ইরান প্রথমবারের মতো একটি ভূগর্ভস্থ বিমানঘাঁটি উন্মোচন করেছে, সে বিমানঘাঁটিটির নাম কী?
উত্তর: 'ঈগল ৪৪'।
৫. পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর: ২৫ জুন, ২০২২ ৷
৬. বাংলাদেশের প্রথম মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর: ২৮ ডিসেম্বর, ২০২২।
৭. মেট্রোরেলের প্রথম যাত্রী এবং প্রথম চালকের নাম কী? উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মরিয়ম আফিজা।
৮. মেট্রোরেলের লগো ডিজাইনারের নাম কী? উত্তর: আলী আহসান নিশান ।
৯. বাংলাদেশ এলডিসি থেকে মুক্ত হবে কত সালে? উত্তর: ২০২৬ সালে।
১০. বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা পাবে কত সাল নাগাদ? উত্তর: ২০২৯ সাল পর্যন্ত।
১১. বিবিসির বাংলা রেডিও সম্প্রচার কার্যক্রম বন্ধ হয় কত তারিখে? উত্তর: ৩১ ডিসেম্বর, ২০২২।
১২. বাংলাদেশের কোন উপজেলাকে দেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয়? উত্তর: শিবচর (জেলা-মাদারীপুর)।
১৩. রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীর তারিখ কত? উত্তর: ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ (রাশিয়ার আক্রমণ: ২৪ ফেব্রুয়ারি ২০২২)।
১৪. বর্তমানে ইউরো জোনভুক্ত দেশের সংখ্যা কতটি? উত্তর: ২০ টি (সর্বশেষ দেশ- ক্রোয়েশিয়া)।
১৫. ১৫ নভেম্বর, ২০২২ সালে বিশ্বের জনসংখ্যা কত কোটির মাইলফলক স্পর্শ করে? উত্তর: ৮০০ কোটির।
১৬.  বিশ্বের ৮০০ কোটিতম মানবসন্তানের নাম কী? উত্তর: ভিনিস ম্যাবানস্যাগের।
১৭. স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি ও কী কী? উত্তর: চারটি। যথা: স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট সিটিজেন। স্মার্ট বাংলাদেশের মেয়াদকাল ২০২২-২০৪১।
১৮. ২০২৬ সালে ফুটবলের কততম আসর অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ২৩ তম আসর এবং অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
১৯.  পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হবে? উত্তর: ভারতে এবং ২০২৩ সালে।
২০.  পরবর্তী ৯ম টি-২০ বিশ্বকাপ কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ২০২৪ সালে এবং ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।
২১.  বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চালুকৃত ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্মের নাম কী? উত্তর: বিনিয়ম।
২২.  বাংলাদেশ সরকার এমআরটি লাইন-১ এর নির্মাণকাজ শুরু করে কবে? উত্তর: ২ ফেব্রুয়ারি ২০২৩।
২৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট পণ্যকে কী পণ্য হিসেবে ঘোষণা করেছেন? উত্তর: কৃষিজাত পণ্য ।
২৪. মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
২৫. অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এর প্রতিপাদ্য কী?উত্তর: পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
২৬. বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা ব্যক্তি কে? উত্তর: সারাহ ইসলাম।
২৭.  বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ কে নির্বাচিত হন? উত্তর: সাকিব আল হাসান।
২৮.  জাতীয় সংসদে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩ পাস হয় কবে ? উত্তর: ২৪ জানুয়ারি ২০২৩।
২৯. একনেক এর চেয়ারম্যান কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০. বাংলাদেশের তৈরি পোশাক কারখানা কোন প্রতিষ্ঠান থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে? উত্তর: ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ।
৩১. ৭১তম মিস ইউনিভার্স ২০২২ নির্বাচিত হন কে? উত্তর: আর বনি গ্যাব্রিয়েল (যুক্তরাষ্ট্র)
৩২. দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে? উত্তর: নারয়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে।
৩৩. আল-কায়েদার নতুন প্রধানের নাম কী? উত্তর: গাইফ আল-আদেল।
৩৪. ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: অ্যারিনা সাবালেস্কা (বেলারুশিয়ান তারকা)
৩৫. ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: নোভাক জকোভিচ (সার্বিয়া)।
৩৬. বাংলাদেশের টেনিসে প্রথম আর্ন্তর্জাতিক নারী রেফারি কে? উত্তর: মাসফিয়া আফরিন।
৩৭.  দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী? উত্তর: তর্জনী।
৩৮. চ্যাটজিপিটির প্রতিষ্ঠতা কে? উত্তর: স্যাম অল্টম্যান।
৩৯. প্রথম দেশ হিসেবে ইউরোপের কোন দেশ চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে? উত্তর: ইতালি।
৪০. ২০২৩ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর: আফগানিস্তান (বাংলাদেশের অবস্থান ৪৩তম)
৪১. ২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? উত্তর: ফিনল্যান্ড (বাংলাদেশের অবস্থান-১১৮তম)
৪২. টি-২০ তে বাংলাদেশের ৫০তম জয় কোন দেশের বিপক্ষে? উত্তর: ইংল্যান্ড।
৪৩. জাতীয় সংসদে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩ পাস হয় কবে ? উত্তর: ২৪ জানুয়ারি ২০২৩।
৪৫. একনেক এর চেয়ারম্যান কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪৫. বাংলাদেশের তৈরি পোশাক কারখানা কোন প্রতিষ্ঠান থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে? উত্তর: ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ।
৪৬. ৭১তম মিস ইউনিভার্স ২০২২ নির্বাচিত হন কে? উত্তর: আর বনি গ্যাব্রিয়েল (যুক্তরাষ্ট্র)
৪৭. দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে? উত্তর: নারয়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে।
৪৮. আল-কায়েদার নতুন প্রধানের নাম কী? উত্তর: গাইফ আল-আদেল।
৪৯. ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: অ্যারিনা সাবালেস্কা (বেলারুশিয়ান তারকা)
৫০. ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর: নোভাক জকোভিচ (সার্বিয়া)।
৫১. বাংলাদেশের টেনিসে প্রথম আর্ন্তর্জাতিক নারী রেফারি কে? উত্তর: মাসফিয়া আফরিন।
৫২. দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী? উত্তর: তর্জনী।
৫৩. চ্যাটজিপিটির প্রতিষ্ঠতা কে? উত্তর: স্যাম অল্টম্যান।
৫৪. প্রথম দেশ হিসেবে ইউরোপের কোন দেশ চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে? উত্তর: ইতালি।
৫৫. ২০২৩ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর: আফগানিস্তান (বাংলাদেশের অবস্থান ৪৩তম)
৫৬. ২০২৩ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? উত্তর: ফিনল্যান্ড (বাংলাদেশের অবস্থান-১১৮তম)
৫৭. টি-২০ তে বাংলাদেশের ৫০তম জয় কোন দেশের বিপক্ষে? উত্তর: ইংল্যান্ড।
৫৮. ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ কোনটি? উত্তর: অস্ট্রেলিয়া।
৫৯. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত? উত্তর: ৩৪৯ রান (আয়ারল্যান্ডের বিপক্ষে )
৬০. ২০২২ সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার কে? উত্তর: লিওনেল আন্দ্রেস মেসি।
৬১. ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত জন ব্যক্তি ও কতটি প্রতিষ্ঠান? উত্তর: ৯ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
৬২. ২০২৩ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? উত্তর: Everything Everywhere All at Once (নির্মাণকারী: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট)
৬৩.  রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কী? উত্তর: সোনালী ব্যাংক পিএলসি।
৬৪. বর্তমানে বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি কতটি দেশের নাগরিক হতে পারবেন? উত্তর: ১০১টি দেশের।
৬৫. বাংলাদেশি কোন ব্যাটসম্যান প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কে? উত্তর: তামিম ইকবাল ।
৬৬. বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? উত্তর: মুশফিকুর রহিম (৬০ বলে ১০০)।
৬৭. সম্প্রতি মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার Friends of Liberation War Honour প্রদান করে জাপানের কত জন নাগরিক কে? উত্তর: ৪ জন নাগরিককে।
৬৮. LDC-এর পঞ্চম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর: দোহা, কাতার ।
৬৯. ২০২৩ সালের NAM এর ১৯তম সম্মেলন হবে কোথায়? উত্তর: উগান্ডায়।
৭০. ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ কাপ কোথায় অনুষ্টিত হবে? উত্তর: দক্ষিণ-আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ায় ।
৭১. ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? উত্তর: ১৩ তম।
৭২. ২০২৩ সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: পাকিস্তানে (অংশগ্রহণকারী দেশ সংখ্যা ৬টা)
৭৩. কাতার বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল বলের নাম কী? উত্তর: আল রিহলা।
৭৪. কাতার বিশ্বকাপ ২০২২ এর ' আল রিহলা' শব্দের অর্থ কী? উত্তর: ভ্রমণ ।
৭৫. কাতার বিশ্বকাপ ২০২২ এর মাসকটের নাম কী? উত্তর: লাইব।
৭৬. কাতার বিশ্বকাপ ২০২২-এর মাসকট লাইব শব্দের অর্থ কী? উত্তর: অতি দক্ষ খেলোয়াড়।
৭৭. কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কোন স্টেডিয়ামে? উত্তর: লুসাইল আইকনিক ।
৭৮. কাতার বিশ্বকাপ ২০২২-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? উত্তর: আর্জেন্টিনা।
৭৯. কাতার বিশ্বকাপ ২০২২-এর গোল্ডেন বল পেয়েছেন কোন খেলোয়াড়? উত্তর: লিওনেল মেসি।
৮০. কাতার বিশ্বকাপ ২০২২-এর কোন খেলোয়াড়ের গোল টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়? উত্তর: রিচার্লিসন।
৮১. কাতার বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহৃত বলের নাম কী? উত্তর: আল-হিলম।
৮২. বিবিসি আরবি রেডিও এর সম্প্রচার বন্ধ হয় কবে? উত্তর: ২৭ জানুয়ারি ২০২৩।
৮৩. You Tube এর প্রধান নির্বাহী হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? উত্তর: নীল মোহন।
৮৪. ইউনেস্কো শান্তি পুরস্কার ২০২২ লাভ করেছেন কে? উত্তর: অ্যাঞ্জেলা মার্কেল।
৮৫. পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? উত্তর: জার্মানি।
৮৬. ১৩তম বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ৫ অক্টোবর-১৯ নভেম্বর ২০২৩; ভারতে।
৮৭. সম্প্রতি জাতিসংঘ কোন দেশকে 'বিশ্বের সবচেয়ে দমনমূলক দেশ' হিসেবে আখ্যা দেয়? উত্তর: আফগানিস্তান ।
৮৮. বাংলাদেশের টেনিসে প্রথম আন্তর্জাতিক নারী রেফারির নাম কী? উত্তর: মাসফিয়া আফরিন।
৮৯.  ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ উদ্যোগের যাত্রা শুরু হয় কবে? উত্তর: ১৮ জানুয়ারি ২০২৩।
৯০. মাতৃভাষা পিডিয়া প্রকাশ করবে কোন সংস্থা? উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (IMLI)।
৯১. বিশ্বের সবচেয়ে পুরনো মেট্রোরেল কবে, কোথায় চালু হয়? উত্তর: জানুয়ারি ১৮৬৩; যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ।
৯২.  বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কে?উত্তর: মারিয়া ব্রানিয়াস মোরেরা (স্পেন); বয়স ১১৫ বছর 
৯৩. দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেন? উত্তর: সাহাবউদ্দিন চুপ্পু ।
৯৪. রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? উত্তর: ৩৫ বছর (রাষ্ট্রপতির মেয়াদকাল ০৫ বছর)।
৯৫.  রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে? উত্তর: স্পিকার।
৯৬. রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারি বাসভবনের নাম কী? উত্তর: বঙ্গভবন।
৯৭. সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারবেন না? উত্তর: সংবিধানের ৫০ (২) অনুচ্ছেদ অনুযায়ী।
৯৮. বাংলাদেশে ইতিহাসে দীর্ঘতম প্রেসিডেন্টের নাম কী? উত্তর: আব্দুল হামিদ ।
৯৯. ফুটবলের রাজা পেলে ব্রাজিলের কোন দলের হয় খেলতেন? উত্তর: সান্তোস (পেলে মারা যান ২৯ ডিসেম্বর ২০২২, ৮২ বছর বয়সে)
১০০. বর্তমানে কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে? উত্তর: ২০টি দেশে (২০তম দেশ: ক্রোয়েশিয়া)।
১০১. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি কততম আদমশুমারি? উত্তর: ৬ষ্ঠ।
১০২. ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর: ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে।
১০৩. ২০২৩ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম কী? উত্তর: নাভারাসা ।
১০৪. ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর: ফিনল্যান্ড (৩১তম দেশ হিসেবে)।
১০৫. এমসিসির আজীবন সদস্য সম্মাননা পেয়েছে কোন ক্রিকেট খেলোয়াড়? উত্তর: মাশরাফি বিন মর্তুজা।
১০৬. ২০২২ সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর: অ্যানি আরনো (ফ্রান্সের অধিবাসী)।
১০৭. ২০২২ সালে চিকিৎসা নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর: সেভান্তে পাবো (সুইহেন)।
১০৮. ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর: এলেস বেয়েলাতস্কি (বেলারুশ) এবং রাশিয়া এবং ইউক্রেনের দুইটা সংস্থা।
১০৯. যুক্তরাজ্যের মুদ্রার নাম কী? উত্তর: পাউন্ড স্টার্লিং।
১১০. ৯৫ তম অস্কার আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে কোন গান ? উত্তর: নাটু নাটু (সিনেমার নাম: আরআরআর, পরিচালক: এসএস রাজামৌলী)
১১১. ২৩ মে ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি পদক' প্রাপ্তির কত বছর পালিত হয়? উত্তর : ৫০তম বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী)।
১১২. ২৪ এপ্রিল ২০২৩ কোন প্রতিষ্ঠান একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দেয়? উত্তর : International Association of Genocide Scholars (IAGS)।
১১৩. ১২ মে 2023 নিয়োগপ্রাপ্ত টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এর নাম কী? উত্তর: লিন্ডা ইয়াকারিনো।
১১৪. মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে সবুজ কারখানা কতটি? উত্তর : ১৯৫টি।
১১৫. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপী ঋণের হারে শীর্ষ দেশ কোনটি? উত্তর : শ্রীলংকা (দ্বিতীয় বাংলাদেশ)।
১১৬. মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে ভারতের কয়টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে? উত্তর : ১৬টি।
১১৭. 'লিটল ইংল্যান্ড' নামে খ্যাত কোন দেশ উত্তর : বার্বাডোস।


শেয়ার করুন

0 comments: