বুধবার সকাল ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের কাছে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। কেন্দ্রীয় ছাত্রলীগ ও সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিল বের করে শাহবাগে গিয়ে শেষ করে। তারা বলেন, এই অনুষ্ঠানটি বিএনপি ও জামায়াতে ইসলামীর অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের প্রতিবাদ, যা সহিংসতা, সন্ত্রাস ও দুর্নীতির সমার্থক। ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে স্লোগান দেন।
ছাত্রলীগের
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ
ইনান বলেছেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচির
নামে সাধারণ মানুষকে কষ্ট
দিচ্ছে, স্বাভাবিক জীবনযাপনে বাধা দিচ্ছে।
তিনি আরো বলেন,
“বিএনপি
ও জামায়াতের অপশক্তি পেট্রোল বোমা, অগ্নিসংযোগের মাধ্যমে
দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে। তাই
ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে এসব কূচক্রীদের
বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।“
0 comments: