১১ জানুয়ারী, ২০২৩

বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করতে ‘সতর্ক পাহারায়’ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ

 

বিরোধী দল বিএনপির প্রতিবাদ কর্মসূচির প্রতীবাদে শাহবাগ চত্বরে জড়ো হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা

বুধবার সকাল ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের কাছে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। কেন্দ্রীয় ছাত্রলীগ ও সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিল বের করে শাহবাগে গিয়ে শেষ করে। তারা বলেন, এই অনুষ্ঠানটি বিএনপি ও জামায়াতে ইসলামীর অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের প্রতিবাদ, যা সহিংসতা, সন্ত্রাস ও দুর্নীতির সমার্থক। ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে স্লোগান দেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, স্বাভাবিক জীবনযাপনে বাধা দিচ্ছে। তিনি আরো বলেন,

“বিএনপি ও জামায়াতের অপশক্তি পেট্রোল বোমা, অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে। তাই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে এসব কূচক্রীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে


শেয়ার করুন

0 comments: