২ জুন, ২০২২

সফল হতে চাইলে এই চারটি গুন নিজের করে নিন


 
 
সফলতা পাওয়ার আশায় পৃথিবীর সমস্ত মানুষ ছুটছে। এটা মানব সভ্যতার প্রথম থেকেই ছিলো এখনও আছে    এমনকি ভবিষ্যতেও থাকবে। কিন্তু সফলতার অর্থ একেকজন মানুষের কাছে একেক রকম হতে পারে।  সেটা হতে পারে জীবন যুদ্ধে জয়ী হওয়া,  এক্সামের প্রথম হওয়া, ব্যবসায় সফল হওয়া অথবা ভালো একটা চাকুরী পাওয়া। প্রতিটি মানুষ সফল হতে চায় প্রত্যেকেই চাই নাম যশ খ্যাতি অর্থ সবকিছুই নিজের করে পেতে। এই যুদ্ধে কেউ সফল হয় কেউ হয় ব্যর্থ। কিন্ত একজন মানুষ যখন ব্যর্থ হয় তখন সমস্ত পৃথিবী যেন তার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। এমন অবস্হায় সেই মানুষটি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে আর ভাবে তার দ্বারা কিছুই সম্ভব হবে না। কিন্তু এমনটি না ভেবে নিজের উপরে ভরসা রেখে আপনার কাজে চেষ্টার শতভাগ দিন, সফলতা অাপনার অাসবেই। আমরা সবাই স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস আর মাকড়সার গল্প জানি। তিনি ছয় বার পরাজিত হওয়ার পরে সপ্তম বার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে সক্ষম হন। জীবনযুদ্ধে এমন জয় পরাজয়ের গল্প থমাস এডিসন, আলবার্ট আইনস্টাইন এবং আব্রাহাম লিংকন সহ পৃথিবীর অনেক বিখ্যাত মানুষের জীবনে পাবেন। যারা শুধু মাত্র আত্ববিশ্বাস ও প্রচেষ্টার দ্বারা ব্যর্থতার অতল গহবর থেকে নিজেদেরকে নিয়ে গিয়েছে সাফল্যের চুড়ায়। আপনিও যদি সকল ব্যর্থতা কে পেছনে ফেলে সফলতার দ্বার উন্মোচন করতে চান এবং আপনার জীবনের সব অন্ধকার দূর করতে চান তাহলে নিচের চারটি ধাপ আপনার জীবনে অনুকরণীয়: 

১: লক্ষ্য স্থির করুন (Choose your goal before starting your work): আপনি জীবনে কী করতে চান, কী হতে চান সেটা আগে আপনাকে ঠিক করতে হবে। আপনি যদি কোনো নিদৃষ্ট গন্তব্য ঠিক না করেন তাহলে আপনার পথও কখনো শেষ হবে না। সে জন্যে বলা হয় 'লক্ষ্যহীন ব্যক্তি হাল বিহীন জাহাজের মত'। (A man without a goal is like a ship without a rudder.. Thomas Carlyle)


২: নিজের উপরে বিশ্বাস রাখুন (Keep faith in yourself): আপনি যদি সফল হতে চান তাহলে আপনার নিজের উপরে শতভাগ বিশ্বাস এবং অাস্তা রাখতে হবে যে আপনি আবশ্যই কাজটি করতে সক্ষম হবেন। ধরুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আর ভাবছেন যে গতবার ফেল করেছি এবারও করবো এটা জানা কথা, তারপরও যায় পরীক্ষাটি দিয়ে অাসি। বিশ্বাস করুন আপনার পরীক্ষায় কৃতকার্য হওয়ার সম্ভাবনা খুবই নগন্য। 


৩: সংকল্পবদ্ধ হউন (Be committed to yourself): কাজটি আপনকে করতেই হবে এ বিষয়ে  নিজের কাছে নিজে সংকল্পবদ্ধ  হলে যে কোনো কাজ সম্পন্ন করাটা সহজ হয়ে যায়। দৃড় প্রত্যয় নিয়ে যে কোনো কাজ করলে সফলতা আপনার অাসবেই।        


৪: শতভাগ চেষ্টা করুন (Give your 100 percent when you are doing something): ধরুন উপরের সব বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কিন্তু আপনার কোনো কাজ করতে ভালো লাগে না তাহলে আপনি সফল হতে পারবেন না। যেমন, লক্ষ, আত্মবিশ্বাস আর মেধা থাকার সত্বেও একজন ছাত্র কৃতকার্য হবে না যতক্ষণ সে পর্যাপ্ত অধ্যবসায় না করবে।  ইংরেজিতে একটি প্রবাদ আছে "Industry is the mother of foutune."        


সর্বপরি, সঠিকভাবে সৎপথে নিজের মেধা ও শ্রম কাজে লাগান এবং মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন সফলতা আপনার আসবেই।



শেয়ার করুন

0 comments: