১৬ জানুয়ারী, ২০২৩

ভেষজ চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ রাখুন নিজেকে- Natural Remedies

নিচের পোস্ট থেকে জেনে নিন কোন রোগ হলে কি খাবেনঃ

রক্ত শূন্যতাঃ

কুলেখাড়া পাতার রস ৪ চামচ, ১ চামচ মধু মিশিয়ে সকালে খালিপেটে খেতে হবে। রোজ ১ বার করে ১ মাস ।

প্রস্রাবে জ্বালা পোড়াঃ

কাঁচা আমলকীর রস ২ চামচ, কাঁচা হলুদের রস ১ চামচ এবং ১ চামচ মধু মিশিয়ে খেতে হবে খালি পেটে। রোজ একবার করে পরপর ১০ দিন।

উকুনঃ

৫/৬ টা পানপাতা থেতো করে রস বের করে নিয়ে সেই রস রাত্রে শোবার সময় মাথায় ভালো করে ম্যাসাজ করতে হবে। পরপর দু'দিন। এরপর মাথা শ্যামপু করতে হবে।

মুখের কালো দাগঃ

(১) মুসুরীর ডাল দুধ দিয়ে বেটে লাগালে মুখের কালো দাগ কমে যায়।

(২) 'মরিচাদি তেল' লাগালে মুখের যে কোন কালো দাগ, চোখের কোণের কালো দাগ উঠে।

হাই ব্লাড প্রেসারঃ

সকালে ও সন্ধায় ২ চামচ করে থানকুনি পাতার রস খেতে হবে ১ মাস অথবা ১ কোয়া রসুন ১ টি করে দু'বেলা ভাত খাবার সময় খেতে হবে ১৫ দিন।

হাতের নাড়ির স্পন্দনঃ

পুরুষদের ডানহাত এবং মহিলাদের বামহাতের নাড়ী
দেখা উচিত। সুস্থ দেহের নাড়ীর গতি। জন্মকাল থেকে ১ বছর পরযন্ত নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে ১২০-১৪০ বার। ২ থেকে ৫ বছর পরযন্ত ৯০-১৫০ বার, ৬ থেকে ১৫ বছর বয়সে ৮০-৯০ বার, ১৬ থেকে ৬০ বছর বয়সে ৭০-৭৫ বার, বৃদ্ধ বয়সে ৫০-৬৫ বার

শরীর ক্ষয়ঃ

এক কাপ দুধে ২ কোয়া রসুন সিদ্ধ করে সেই দুধ খেতে হবে প্রতিদিন। এতে ক্ষয় বন্ধ হয়ে শরীরের শক্তি ও ওজন বৃদ্ধি হয়।

যৌবনশক্তি ধরে রাখার জন্যঃ

প্রতিদিন ২ চামচ আমলকির রস এবং ২ কোয়া রসুন বাটা মিশিয়ে খেতে হবে অন্তত দু'মাস। এই নিয়ম মহিলা ও পরুষ উভয়ের জন্য।

স্মৃতিশক্তি বৃদ্ধিঃ

যদি স্মৃতিশক্তি কমে যায় বিশেষ করে ছাত্র-ছাত্রীদের, তাহলে বয়স অনুপাতে ব্রাহ্মী শাকের রস ১ বা ২ চা-চামচ নিয়ে আধাকাপ গরুর দুধের সঙ্গে খাওয়ান। এক সপ্তাহ নিয়মিত
সকালে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।

কৃমিঃ

২/৩ টি উচ্ছে থেতো করে রস বের করে সকালে খালিপেটে ৭ দিন খেলে কৃমি নাশ হয় ।

শ্বাসরোগঃ

১ চামচ অশ্বগন্ধা গুঁড়ো, ১ চামচ মধু,
১ চামচ গাওয়া ঘি একত্রে মিশিয়ে 
খেতে হবে সকালে টিফিনের পর
প্রতিদিন ১ বার করে ১ মাস।

দাঁতের মাড়ি ক্ষয়ঃ

লজ্জাবতীর পাতা ১২ গ্রাম পরিমানে নিয়ে ৪ কাপ জলে সেদ্ধ করে ১ কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জল মুখে নিয়ে ১০ মিনিট করে মুখে রেখে ফেলে দিতে হবে। কয়েকদিনর মধ্যেই
দাঁতের মাড়ির ক্ষত সেরে যাবে।

আঘাত লাগাঃ

চুন এবং কাঁচা হলুদ বেঁটে গরম করে
লাগালে উপকার হয়। 
ব্যথা কমে এবং আরাম হয়।

স্বপ্নদোষঃ

২ চামচ অশ্বগন্ধার গুঁড়ো গরম দুধে মিশিয়ে খেতে হবে রাত্রে শোবার সময়। ১৫ দিন।

দুর্বল শিশুর জন্যঃ

চায়ের চামচের আধাচামচ অশ্বগন্ধার গুঁড়ো ইষৎ উষ্ণ গরম জলের সঙ্গে রোজ ১ বার করে খেতে হবে ১ মাস।

লো ব্লাড প্রেসারঃ

হেলেঞ্চার রস ২ চামচ, কলমী শাকের রস ২ চামচ, কুলেখাড়ার রস ২ চামচ, মধু ২ চামচ একত্রে মিশিয়ে রোজ সকালে খেতে হবে। ১ মাস।

একটু একটু প্রস্রাব হলেঃ

গোলমরিচ ২ গ্রাম নিয়ে চন্দনের মতো বেটে তার সঙ্গে সামান্য চিনি বা মিছরী মিশিয়ে সরবত করে প্রত্যহ একবার খান, উপকার পাবেন৷


শেয়ার করুন

0 comments: